ধানদিয়া প্রতিনিধি: পাটকেলঘাটার নগরঘাটায় অনলাইন গণমাধ্যম ‘লাল সবুজের কথা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরঘাটা ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক পত্রদূত’র ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেজুঁতি। আরো উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ জহুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইদুল আলম, লাল সবুজ’র সহ-সম্পাদক মামুন হোসেন, মোতাহার হোসেন, ইউপি সচিব আব্দুল রাজ্জাক, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ধানদিয়া প্রতিনিধি মঈনুল আমিন মিঠু, রিপন হোসাইন প্রমুখ। সভা পরিচালনা করেন লাল সবুজের কথা’র সম্পাদক জাবের হোসেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/