নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষ্যে শ্যামনগরের নওয়াবেঁকী গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে গরীব দুস্থ ও অসহায়দের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বুধবার (২২ আগস্ট) ঈদুল আযহার দিন উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১৯ সদস্য বিশিষ্ট গ্রাম উন্নয়ন কমিটি তাদের নিজেদের উদ্যোগে এলাকার ৩৯০ জন গরীব দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ২৮০ কেজি মাংস বিতরণ করেন। অসহায় মানুষের সহযোগিতার জন্য পশ্চিম বিড়ালাক্ষী গ্রাম উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন ১০নং আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু।