Site icon suprovatsatkhira.com

নওয়াবেঁকীতে আন্তঃধর্মীয় সংলাপ

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে রুপান্তরের সহযোগিতায় ও অগ্রগতি সংস্থার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কামরুল ইসলাম। সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল ওহাব ও মাওলানা ইয়াসিন নূরী। এতে উপস্থিত ধর্মীয় নেতাবৃন্দ স্ব-স্ব ধর্মীয় গ্রন্থের আলোকে আলোচনা করেন। এছাড়া সমাজে শান্তি বজায় রাখা ও দেশকে জঙ্গিমুক্ত করার বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version