সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ আগস্ট) রাত ৮টায় ইউনিয়নের নাংলা বাজারে ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমিনুর রহমানের সভপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস সাহাদাৎ, প্রচার সম্পাদক আব্দুর রসিদ, মোকছেদ মোড়ল, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ গাজী মান্নান প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় শোক দিবস পালনে গঠিত উপ-কমিটিতে মোকছেদ মোড়লকে আহবায়ক করা হয়।