Site icon suprovatsatkhira.com

ধলবাড়িয়ায় নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কমিটির সভা

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়াটসান কমিটির সভাপতি গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে পানির সমস্যা সমাধান, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহারে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডল, ডা. আ. কাদের, আমেনা খাতুন, রোকেয়া খাতুন বেবী, কামাল পাশা প্রমুখ।
উল্লেখ্য, নবযাত্রা প্রকল্প ইউনিয়নে নিরাপদ পানির সমস্যা সমাধানে আটটি গভীর নলকূপ মেরামত ও চারটি নলকূপ স্থাপন করে দিয়েছে এবং তিনটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়া দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে ১৬৫টি নতুন ল্যাট্রিন স্থাপন করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version