দেয়াড়া (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়ায় ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা যুবলীগের নিজস্ব কার্যালয়ে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান তুহিনের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি তিন বছরের জন্য মনোনীত করা হয়েছে। কমিটিতে আব্দুর রহমান মিঠু সভাপতি ও মেরিন আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া, সহ-সভাপতি শরিফুল ইসলাম, মেহেদি হাসান, হাফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কুদ্দুস হোসেন, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন প্রমুখ।