খোরদো (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়ায় চুরির ঘটনা বাড়ছে। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। রাত নামলেই চুরি আতংকে ভুগছে মানুষ।
দেয়াড়ার খোরদো বাজার ব্রিজ সংলগ্ন এলাকার ভাড়াটিয়া শিক্ষক মো. আলমগীর হোসেন জানান, সম্প্রতি বাসার সামনে রাস্তার পাশে বাইসাইকেলটি রেখে রুমে প্রবেশ করেন তিনি। কয়েক মিনিট পরে গিয়ে দেখেন তার সাইকেল নেই।
একই এলাকার মিনা বেগম জানান, তার বাড়ি থেকে নয় হাজার টাকা মূল্যের মোবাইল ফোনসহ বেশ কিছু জরুরী জিনিসপত্র সম্প্রতি চুরি হয়ে গিয়েছে।
আর এসব কারণে বেশ আতংকে দিনাতিপাত করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।