দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মহান স্বাধীনতা যুদ্ধের ৩০লক্ষ শহীদদের স্মরণে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ আগস্ট) সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলীর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এসআই উজ্জল দত্ত, আলমগীর হোসেন, নিখিল কুমার, রাজিব কুমার, নিত্য কুমার, পিএসআই মানিক সাহা ও প্রদ্যুৎ গোলদার, এএসআই দরবেশ আলী, আব্দুল গণি আকাশ, আবুল কালাম, আমজাদ হোসেন, শামিম হোসেন, রাকিবুল ইসলামসহ থানার সকল পুলিশ সদস্যরা। পরে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা বিতরণ করেন।
6,850,466 total views, 2,128 views today