দেবহাটা প্রতিনিধি: নানা অপকর্মে বাধা দেওয়ায় গুরু মা রত্মাকে পিটিয়ে জখম করেছে তারই শিষ্য হিজড়ারা। এ ঘটনায় আইনী সহায়তা চেয়ে আহত হিজড়া গুরু মা রত্মা বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত রত্মা জানায়, কালিগঞ্জ উপজেলার ঘোড়াপোতা গ্রামের ধোনা সরদারের মেয়ে খুশি, একই উপজেলার ফুলতলার ঝুমকা হিজড়া দলে থেকে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ও তার নিজ বাড়িতে অনৈতিক কার্যকলাপ করে আসছিল। আমি তাদের গুরু মা হওয়ায় বিভিন্ন মাধ্যমে আমার কাছে একাধিক অভিযোগ আসতে থাকে। একপর্যায়ে আমি তাদের অপকর্মের বিষয় জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে গত ১২ আগস্ট রবিবার রাতে নলতায় আমাকে ডেকে নিয়ে মারপিট করে জখম করে। পরদিন ১৩ আগস্ট সোমবার সাড়ে ১১টার দিকে গাজীরহাটস্থ নুরুজ্জামান মেম্বরের অফিসের সামনে আমাকে একা পেয়ে হামলা চালায়। এতে আমি মারাত্মক জখম হই। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করি। এরপর থেকে তারা আমাকে মোবাইল ফেনে, ভিডিও কল করে হত্যার হুমকি দিয়ে আসছে। বর্তমানে আমি তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি খুশি ও ঝুমকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
দেবহাটায় হিজড়াকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/