Site icon suprovatsatkhira.com

দেবহাটায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা

কলেজ প্রতিনিধি (দেবহাটা): দেবহাটায় ‘মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ’ এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইনহেল্ডার প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারি ডেন্টাল সার্জন ডা. আবু হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. শামীম আব্দুল লতিফ।
সভায় বক্তারা জন্মের পর হতেই প্রত্যেক শিশুকে পরবর্তী ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ ও পরবর্তীতে দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেওয়ার পরমর্শ প্রদান করেন। এ ক্ষেত্রে মায়ের দুধের উপকারিতা সম্পর্কে মাঠ পর্যায়ে সভা, সেমিনার ও উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য আহবান জানান।
সভার শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে গিয়ে শেষ হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version