Site icon suprovatsatkhira.com

দেবহাটায় বিএনপির ৯ নেতা-কর্মী গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিএনপির নয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কোঁড়া গ্রামের আফতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৫৪), একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে আবুল হোসেন (৩৮), বহেরা গ্রামের আব্দুল মজিদের ছেলে মনিরুজ্জামান (৫০), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে মহিদ (২০), মৃত গহর আলীর ছেলে ফজর আলী (৩৮), কুলিয়া গ্রামের বেলাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২), শিমুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আহছান উল্লাহ (৩৬), এনামপুর গ্রামের আনছার আলী ওস্তাগারের ছেলে আশরাফুল ইসলাম (৩২), টাউনশ্রীপুর গ্রামের নজির আহম্মেদের ছেলে ইলিয়াস হোসেন।
এ ব্যাপারে দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নয় জন বিএনপির নেতা-কর্মীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪এর ১৫(৩)/২৫-ডি তৎসহ বিষ্ফোরক উপদানাবলি আইন ১৯০৮এর ৩, ৫ ও ৬ ধারায় দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-৯। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version