Site icon suprovatsatkhira.com

দেবহাটায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বসন্তপুরে পূর্ব শত্রæতার জের ধরে ডাব পাড়াকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত গৃহবধূ বসন্তপুর গ্রামের বাসিন্দা আলিমুজ্জামান লিন্টুর স্ত্রী।
এ ব্যাপারে আহত গৃহবধূর স্বামী আলিমুজ্জামান লিন্টু জানান, প্রায় একবছরের বেশি সময় ধরে প্রতিবেশী মুনছুর গাজীর ছেলে আব্দুল হান্নানের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল। তাদের বাড়ির সীমানার নারিকেল গাছ থেকে ডাব পাড়তে গেলে মুনছুর গাজীর ছেলে আব্দুল হান্নান তার স্ত্রী রোজিনা খাতুন, আলিম গাজী ও তার স্ত্রী মোসলেমা খাতুনকে মারপিট করে জখম করে। এক পর্যায়ে তার স্ত্রী মারুফা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি দোষীদের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ডিউটি অফিসার এএসআই আবুল কালাম জানান, বসন্তপুরের মারপিটের ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। সঠিক তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, কয়েক মাস পূর্বে আলিমুজ্জামান লিন্টুর বসতবাড়িতে আগুন দেয় প্রতিপক্ষ। এতে পরিবারের কয়েকজন সদস্য আহত হয়। এমনকি বসতবাড়ি পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পরিবারটি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version