দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে আব্দুল খালেক পুটু (৫০) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা গ্রামের মৃত মতিয়ার গাজীর ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই অর্থ দÐ দেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার পারুলিয়া জোয়ার গুচ্ছগ্রামের খলিল গাজীর স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল আব্দুল খালেক পুটু। এঘটনায় ওই নারী অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করা হয়।