আগস্ট ২৮, ২০১৮
দু’জন ডাক্তারে ধুকছে চিকিৎসা সেবা তালা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিময়-অব্যবস্থাপনার অভিযোগ
![]() বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে উপজেলার চরগ্রামের ময়েজ উদ্দিন তার মুমূর্ষু স্ত্রীকে নিয়ে ছুটাছুটি করছেন। চিকিৎসা করানোর জন্য ডাক্তার খোঁজাখুঁিজর একপর্যায়ে ডা. রাজীব সরদার আসলেন এবং ভালোভাবে না দেখেই তিনি রোগীকে খুলনা অথবা সাতক্ষীরায় নেওয়ার পরামর্শ দিলেন। মাছিয়াড়া গ্রামের শহিদুল গাজী তার শিশু কন্যাকে নিয়ে এসেছেন ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ডাক্তার না পেয়ে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলেন। তালার আটারই গ্রাম থেকে এসেছেন জুলেখা বিবি তার সন্তান সম্ভবা মেয়েকে নিয়ে, কিন্তু ডাক্তার না থাকায় প্রাইভেট ক্লিনিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এমন দৃশ্য প্রতিদিনের। এভাবে প্রতিদিন শতাধিক রোগী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি চিকিৎসা সেবা না পেয়ে ছুটছেন স্থানীয় প্রাইভেট ক্লিনিক অথবা খুলনা বা সাতক্ষীরার হাসপাতালগুলোতে। 6,558,309 total views, 331 views today |
|
|
|