Site icon suprovatsatkhira.com

তেলবাহী লরির ধাক্কায় নওয়াবেকীর মোশরাফ নিহত চালক ও হেলপার আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় তেলবাহী লরির ধাক্কায় মোশরাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের সংগ্রাম মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। অতঃপর চৌরঙ্গির মোড় থেকে পুলিশ লরিসহ চালক এবং হেলপারকে আটক করেছে।
নিহত মোশরাফ হোসেন শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের শেখ আবু ইউসুফের ছেলে ও তিব্বত কোম্পানির জ্যেষ্ঠ রিপ্রেজেন্টেটিভ।
অপরদিকে, আটক ট্রাক ড্রইভারের নাম ইসরাফিল হোসেন (২৮)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের নিবার আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোশাররফ হোসেন পেশাগত কাজে বুধবার সকাল পৌনে ১০টার দিকে মোটর সাইকেলে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি সংগ্রাম মেডিকেলের সামনে পৌঁছুলে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী লরি তার মোটর সাইকেলের পিছন দিকে ধাক্কা মারে। এতে তিনি রাস্তার উপর পড়ে গেলে ওই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চৌরঙ্গির মোড় থেকে লরিসহ চালক এবং হেলপারকে আটক করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version