আগস্ট ১, ২০১৮
তেলবাহী লরির ধাক্কায় নওয়াবেকীর মোশরাফ নিহত চালক ও হেলপার আটক
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় তেলবাহী লরির ধাক্কায় মোশরাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের সংগ্রাম মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। অতঃপর চৌরঙ্গির মোড় থেকে পুলিশ লরিসহ চালক এবং হেলপারকে আটক করেছে। 9,171,174 total views, 1,169 views today |
|
|
|