Site icon suprovatsatkhira.com

তুজুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডেস্ক রিপোর্ট: ইঞ্জিন ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে শাহাদত গাজী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজুলপুর এলাকায় দুর্ঘটনায় পতিত হন তিনি। নিহত শাহাদত গাজী সদর উপজেলার তুজুলপুর গ্রামের মৃত আজিজার রহমান গাজীর ছেলে ও কে লাইন পরিবহনের হেলপার। নিহতের স্বজনরা জানান, সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে ইঞ্জিনভ্যান যোগে ঝাউডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তুজুলপুর এলাকায় পৌঁছালে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে শাহাদাত গাজী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version