তালা প্রতিনিধি: তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. শেখ মাহমুদুল হকসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ আগস্ট) সকাল ও বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. শেখ মাহমুদুল হক (৬২) ও রহিমাবাদ গ্রামের মৃত নিজাম উদ্দীন’র ছেলে মো. সাখাওয়াত হোসেন (৩৬)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, শুক্রবার সকালে ডাকবাংলা মোড় থেকে উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. শেখ মাহমুদুল হককে (৬২) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। মামলা নং-৫/১৮। অপর এক অভিযানে বৃহস্পতিবার রাতে রহিমাবাদ গ্রাম থেকে মো. সাখাওয়াত হোসেন নামে অপর এক জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।