তালা প্রতিনিধি: ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. আব্দুল্লাহ আল মামুন।
উপসহকারি কৃষি অফিসার পিযুষ কান্তি পাল’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, যুবলীগ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ’র সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন ও তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক রফিকুল ইসলাম সরদার প্রমুখ।
মেলায় উপজেলা কৃষি অফিসের ১২টিসহ বিভিন্ন নার্সারি মালিক ও এনজিওদের সমন্বয়ে ২৪টি স্টল স্থান পেয়েছে।
তালায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/