তালা প্রতিনিধি: তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম দলীয় মনোনয়নের প্রত্যাশায় গণসংযোগ শুরু করেছেন।
বৃহস্পতিবার (২ আগস্ট) সকালে তিনি উপজেলা ডাকবাংলা চত্বরে লিফলেট বিতরণ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী ও ছাত্রলীগ নেতা অনিকসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া সন্ধ্যায় তিনি তালা উপজেলার শাহাপুর ও তেঁতুলিয়া বাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।