তালা প্রতিনিধি: তালায় দু’দিনব্যাপী দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সুশীলনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, মো. মোজাফ্ফর রহমান, আজিজুর রহমান রাজু, এম. মফিদুল হক লিটু, প্রভাষক রাজিব হোসেন রাজু, মো. জাহাঙ্গীর আলম, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মো. জসিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, সিনিয়র মৎস্য অফিসার নির্মল কুমার ঘোষ, বিআরডিবি কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, সুশীলনের প্রোগ্রাম অফিসার জিএম মনিরুজ্জামান, আশ্রয় ফাউন্ডেশনের এলনা প্রকল্প কর্মকর্তা শেখ হুমায়ন কবির প্রমুখ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
তালায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/