আগস্ট ১৫, ২০১৮
তালায় টিআরএম’র বাঁধ ভেঙে তলিয়ে গেছে অর্ধশত বাড়ি ও মৎস্য ঘের
![]() বি.এম. জুলফিকার রায়হান, তালা: তালায় কপোতাক্ষ নদ খনন প্রকল্পের টিআরএম’র বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে গ্রামের রাস্তা ও ছোট-বড় কয়েকটি ঘেরসহ মাদরা ও মাদরা গুচ্ছগ্রামের প্রায় অর্ধশত বাড়ি তলিয়ে যায়। কপোতাক্ষ নদে জোয়ারের পানি বৃদ্ধি পেলে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা দেখা দিয়েছে। 6,850,637 total views, 2,299 views today |
|
|
|