আগস্ট ২৫, ২০১৮
টাকা ছিনতাই ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
![]() শ্যামনগর প্রতিনিধি: ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে জখম করে ৯০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার অভিযোগে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মৃত কাসেম গাজীর ছেলে ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম রফিকুল ইসলাম শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তেব্যে তিনি বলেন, ২৩ আগস্ট বিকাল সাড়ে ৫টায় বংশীপুর মোড়ে নিজ দোকানের মালামাল ক্রয়কালে মৃত আজাদ গাজীর ছেলে যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা ওরফে বাংলাভাই এর নেতৃত্বে তার সহযোগীরা রফিকুলের উপর হামলা করে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে গুরুতর জখম করে কাছে থাকা ৯০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। এঘটনায় গোলাম মোস্তফা ওরফে বাংলা ভাইসহ তার ১৩ জন সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা হয়। মামলা নং ২। তিনি আরও বলেন, গোলাম মোস্তফা ওরফে বাংলাভাই এর সহযোগীদের বিরুদ্ধে এলাকায় ঘের দখল, বাড়ি দখল, চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে। তার সহযোগী আতিয়ার রহমান ভুট্টার বিরুদ্ধে হরিণ শিকার, মটরসাইকেল ছিনতাই ও মাদক ব্যবসার ঘটনায় মামলা রয়েছে। গোলাম মোস্তফা বাংলা ভাই উপজেলা যুবলীগের সভাপতি হওয়ায় এসকল সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। গোলাম মোস্তফা বাংলা ভাইয়ের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিকার ও বিচারের দাবিতে রফিকুল ইসলাম এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। 6,558,269 total views, 291 views today |
|
|
|