Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ গোপাল চন্দ্র সরদারের পিএইচডি ডিগ্রি অর্জন

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মোহনপুর গ্রামের রাধামণি বালা ও সাধন কুমার সরদারের ছেলে।
তার গবেষণার বিষয় ছিল ‘লোকধর্ম ও মতুয়া সম্প্রদায়: একটি সমাজতাত্তি¡ক সমীক্ষা।’
গত ২৯ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেট সভার আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধীনে অধ্যাপক ড. নেহাল করিমের তত্ত্বাবধানে তার পিএইচডি ডিগ্রি অর্জনের ঘোষণা দেওয়া হয়। তিনি নিয়মিত গবেষণামূলক লেখালেখির সাথে জড়িত। আন্তর্জাতিক জার্নালে লোকসংস্কৃতি বিষয়ে তার ৮টি লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া তার লেখা প্রবন্ধ ‘গোপাল চন্দ্র সরদারের সমাজ দর্পণ’ বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার বিশ^জিৎ ঘোষের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। তিনি সমাজবীক্ষণ গবেষণা কেন্দ্র, সাতক্ষীরার প্রতিষ্ঠাতা হিসেবে ‘সমাজবীক্ষণ’ নামের একটি গবেষণা পত্রিকা নিয়মিত সম্পাদনা করে আসছেন। এছাড়া তিনি রোটারি ক্লাব সাতক্ষীরার নিয়মিত সদস্য। তিনি সকলের আশির্বাদ প্রার্থী। (প্রেস বিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version