Site icon suprovatsatkhira.com

জেলা শিবির ও ছাত্রী সংস্থার সভাপতিসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও জেলা ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি সাদিয়া সুলতানাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় বিপুল পরিমান জিহাদী বই, লিফলেট, কাফনের কাপড় ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) ভোর রাতে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াতের অফিস সংলগ্ন মনজির আহমেদ নুরের  বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক অপরজন হলেন, জেলা ছাত্র শিবিরের সভাপতির শ্যালক একরামুল ইসলাম।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, ভোরে মুন্সিপাড়ায় অভিযান চালিয়ে ভাড়া বাড়ি থেকে জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদ ও ছাত্রী সংস্থার সভাপতি সাদিয়া সুলতানাসহ তিনজনকে বিপুল পরিমান জিহাদী বই জব্দ করা হয়। তিনি আরও বলেন, তারা ওই বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন সরকার পতনের ষড়যন্ত্র করে আসছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version