Site icon suprovatsatkhira.com

জেলা ভূমিহীন সমিতির ঈদ পুনর্মিলনী

Exif_JPEG_420

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় সংগঠনের কামালনগরস্থ কার্যালয়ে জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলীর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির কার্যকরী সভাপতি মো. গোলাম রসুল রাসেল, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, আরমান আলী, মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আজিজুর রহমান সেলিম, অর্থ সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক বাবলু হাসান, মহিলা নেত্রী মোছা. তাসলিমা খাতুন শিল্পী, সাতক্ষীরা সদর থানার সভাপতি গাজী আক্তার হোসেন, সহ-সভাপতি আরিজুল ইসলাম প্রমুখ।
পরে সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ সেপ্টেম্বর পরিচিতি সভা এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ এবং সাতক্ষীরা-৩ আসনে সাতক্ষীরা জেলা ভ‚মিহীন সমিতির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ভ‚মিহীনদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আগামী সংসদ নির্বাচনের আগে জেলার খাস জমিগুলো ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান বক্তারা। (প্রেস বিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version