Site icon suprovatsatkhira.com

জেলা বিএনপির সভাপতি, সম্পাদক ও সাবেক এমপি হাবিবসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রির্পোট: নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে জামায়াত-বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাবেক সাংসদসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহরের কামালনগর এলাকার রজব আলী গাজীর ছেলে হাফিজুর রহমান (৩১), আলীপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ও ভোমরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহম্মদ আলী (৩০) এবং ভোমরার বৈচনা এলাকার মাদার সরদারের ছেলে ও ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর ওবাইদুল্লাহ সরদার (৪৫)।
এ ঘটনায় সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমাতউল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক তারিকুল হাসান ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ জামায়াত-বিএনপির ৩২ নেতা-কর্মীর নামে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার চেষ্টার কারণে তিনজনকে আটক ও ৩২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৮৫)। অন্য আসামিদের আটক করার জন্য অভিযান অব্যাহত আছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version