Site icon suprovatsatkhira.com

জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা ওসি মোস্তাফিজুর রহমান শ্রেষ্ঠ নির্বাচিত

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরা জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
সভায় জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনাসহ আসন্ন ১৫ আগস্ট ৪৩তম জাতীয় শোক দিবস পালন ও পবিত্র ঈদ-উল-আযহা শান্তিপূর্ণ পরিবেশে অতিবাহিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জুলাই মাসের কার্যক্রম পর্যালোচনা করে ইন্সপেক্টর ক্যাটাগরিতে সদর থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, এসআই ক্যাটাগরিতে সদর থানার এসআই মো. মনির হোসেন, এএসআই ক্যাটাগরিতে সদর থানার এএসআই আব্দুল কুদ্দুস হাওলাদার ও ট্রাফিক বিভাগে টিএসআই মোল্লা জাহাঙ্গীর হোসেনকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করে তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version