জিএম আজিজুল ইসলাম, ফিংড়ী: সদর উপজেলার ব্যাংদহা বাজার মটর সাইকেল চালক সমিতির সদ্য নির্বাচিত নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
শুক্রবার (৩১ আগস্ট) সকাল ৯টায় জেলা পরিষদ চেয়ারম্যানের সুলতানপুরস্থ বাসভবনে গিয়ে নেতৃবৃন্দ তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমির হোসেন বাবু, ব্যাংদহা বাজার মটর সাইকেল চালক সমিতির নব-নিবাচিত সভাপতি শেখ রাজিবুর ইসলাম, সহ-সভাপতি মোস্তফা মোড়ল, সাধারণ সম্পাদক জিএম মিন্টুল হাবিব, যুগ্ম-সম্পাদক ইউছুফ সানা, অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক বাবর আলী, ওয়ার্ড যুবলীগের ইসমাইল হোসেন প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার (৩০ আগস্ট) ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা মটর সাইকেল চালক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রাজিবুর ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জিএম মিন্টুল হাবিব নির্বাচিত হন।