ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর আরিফুল ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সহ-সভাপতি আজারুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, জিহাদী বই, দলের গঠনতন্ত্র, লিফলেট, হ্যান্ডবিল উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে শহরের রাজার বাগান এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, রাজার বাগান এলাকায় জামায়াতের গোপন বৈঠক হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জেলা জামায়াতের নায়েবে আমীর আরিফুল ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সহ-সভাপতি আজারুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় অস্ত্র-গুলি, লিফলেট, জিহাদী বই ও হ্যান্ডবিল উদ্ধার হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/