জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকাল ৫টায় কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও ডা. মুনসুর আহমেদ।
সভায় আগামী ১৪ ও ১৫ আগস্ট দুই দিন শহরের ১২টি পয়েন্টে মাইক যোগে বঙ্গবন্ধুর ভাষণ ও কোরআন তেলাওয়াত প্রচার এবং ২৯ আগস্ট বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল উপলক্ষ্যে শহরব্যাপী প্রচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)