আগস্ট ১৫, ২০১৮
জেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন
ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র্যালি, প্রামাণ্য ও আলোক চিত্র প্রদর্শন, বৃক্ষরোপণ, কোরআন খানি, মিলাদ, গণভোজসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণে বুধবার জেলার বিভিন্ন প্রান্তে সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী-স্বেচ্ছাসেবী সংগঠন দিনভর এসব কর্মসূচির আয়োজন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- কুলিয়া ইউনিয়নে শোক দিবস পালন হাজী কেয়ামউদ্দীনউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে শোক দিবস পালন: সখিপুরের হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজে যথাযথ মর্যাদায় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৫ আগস্ট) সকাল ৬টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সালামতুল্লাহ গাজী, আব্দুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম, শেখ বাবুর আলী, আবু জাফর প্রমুখ। এসময় সকল কর্মসূচির তত্তাবধান ও নির্দেশনা প্রদান করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম ও উপাধাক্ষ্য আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসূচির আহবায়ক জাহাঙ্গীর কবিরসহ সকল শিক্ষক, কর্মচারী, একাদশ, দ্বাদশ ও স্নাতক বর্ষের ৪৫০জন শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়। কুলিয়া ইউনিয়নে শোক দিবস পালন
8,701,594 total views, 3,926 views today |
|
|
|