ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র্যালি, প্রামাণ্য ও আলোক চিত্র প্রদর্শন, বৃক্ষরোপণ, কোরআন খানি, মিলাদ, গণভোজসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ পালিত হয়েছে। বিন¤্র শ্রদ্ধা, শোক ও ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণে বুধবার জেলার বিভিন্ন প্রান্তে সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী-স্বেচ্ছাসেবী সংগঠন দিনভর এসব কর্মসূচির আয়োজন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা
বাঙালি জাতিসত্ত্বার স্বাধিকার অর্জনই ছিল তার জীবন সংগ্রামের এক ও অভিন্ন লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি জীবনব্যাপী জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। প্রতিবাদী ভাষা দিয়ে তিনি পাকিস্তানিদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। তাদেরকে ইতিহাসের আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছেন। সেই প্রতিবাদী মানুষ হিমালয়তুল্য মানবসন্তান যিনি মহীরুহের মতো আমাদের মাথায় ছাতা ধরেছিলেন সেই বীর পুরুষকে হত্যা করে কাপুরুষরা নিন্দিত ও ঘৃণিত হয়ে বিশ্বাসঘাতক মীরজাফর হয়েছে। তারা ফাঁসির রজ্জুতে ঝুলেছে আর না হয় বর্জ্যে নিক্ষিপ্ত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ কথা বলেন। তারা বলেন, ১৯৪৮ ও ১৯৫২ তে তিনি ভাষার জন্য সংগ্রাম করেছেন। তিনি ১৯৫৪ এর যুক্তফ্রন্ট সরকার গঠনে সংগ্রাম করেছেন। ১৯৫৮ তে আইয়ুবের সামরিক শাসনের প্রতিবাদ প্রতিরোধ করেছেন। এরপর ১৯৬২ এর ছাত্র আন্দোলন, ১৯৬৪ এর সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফার আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র বিরোধী আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, সত্তুরের সাধারণ নির্বাচন এবং সর্বশেষ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সূচনা করে স্বাধীনতার ঘোষণা পর্যন্ত সমুদয় সংগ্রামে তিনি ছিলেন কিংবদন্তী অবিসংবাদিত পুরুষ। স্বাধীন বাংলাদেশকে যে মানুষটি একটি লাল সবুজ পতাকা দিলেন, যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করালেন, জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে যিনি বাংলা ও বাঙালির মহত্ত প্রকাশ করলেন তার বুকে বিশ্বাসঘাতকরা অস্ত্র ঠেকিয়ে আঘাত করে বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চাইছিল। তারাই তাকে সপরিবারে হত্যা করেছে। সেই ঘাতকদের প্রতি চরম ঘৃণা প্রদর্শন করে তারা বলেন, বিশ্বের নৃশংসতম ঘটনা বঙ্গবন্ধু হত্যা। জাতির এই কলংক মোচন করতে হবে।
প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল বারী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আনিসুর রহিম, দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাব সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াজেদ, প্রবীণ সাংবাদিক অরুন ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, ইন্ডিপেনডেন্ট টিভির আবুল কাসেম, দৈনিক কল্যাণের কাজী শওকত হোসেন ময়না, কার্য নিবাহী কমিটির সদস্য আমিনুর রশীদ, কার্যনির্বাহী কমিটির সদস্য অসীম চক্রবর্তী, মোহনা টিভির আবদুল জলিল প্রমুখ।
বক্তারা শোককে শক্তিতে রূপান্তরিত করার আহবান জানিয়ে আরও বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা আঘাত করেছে বাঙ্গালির অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, ভাষার জন্য সংগ্রাম, মুক্তমন, গণতান্ত্রিক আন্দোলন, বাঙালির চিরায়ত ইতিহাস, ঐতিহ্য, আমাদের বাঙ্গালির জাতির কৃষ্টি ও সংস্কৃতিকে।
সিআইএকে ইঙ্গিত করে তারা বলেন, বঙ্গবন্ধু আশংকা প্রকাশ করে বলেছিলেন ওরা চিলির আলেন্দেকে হত্যা করেছে। তাদের কাছে মাথা নত করা নয় বরং বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাঙালি জাতীয়তাবাদ ধরে রাখার দায়িত্ব আমাদের। সাংবাদিক বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি আমাদের জাতির জনক, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের পথ প্রদর্শক। জাতি যুগ যুগ ধরে তাকে স্মরণ ও বরণ করে যাবে। একই সাথে তার স্বপ্ন বাস্তবায়নে এ জাতি কাজ করে যাবে। এটাই আজকের দিনের অঙ্গীকার।
জেলা ক্রীড়া সংস্থায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
সভায় আরও উপস্থিত ছিলেন সাজেক্রীসের সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশীদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান, কোষাধ্যক্ষ শাহ্ আলম হাসান শানু, নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল, ইদ্রিস আলী বাবু, রুহুল আমিন, আলতাফ হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, রফিকুর রহমান লাল্টু, ইকবাল কবির খান বাপ্পি, কবিরুজ্জামান রুবেল, কাজী কামরুজ্জামান, মনিরুজ্জামান কাকন, হাফিজুর রহমান খান বিটু, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরসহ ক্লাব/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়, মিডিয়া ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, শোককে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের যুব সমাজকে বেশি বেশি খেলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। কেননা আজকের যুব সমাজ ভবিষ্যতে দেশের চালিকা শক্তি হিসেবে গড়ে উঠবে। তাই তাদেরকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদকে উৎখাত করার অঙ্গীকার করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে যুব সমাজকে শক্ত হাতে সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে হবে। বঙ্গবন্ধুর খুনিদের দোসররা যেন বাংলার মাটিতে আর কারও রক্ত ঝরাতে না পারে সেজন্য যুব সমাজকে সব সময় সচেতন থাকতে হবে।
সভার শুরুতে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করা হয়। পরে দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পলাশপোল তেতুলতলা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।
কলারোয়া উপজেলা প্রশাসনের শোক দিবস পালন
কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বুধবার (১৫ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যালি বের হয়ে কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আব্দুর রব প্রমুখ।
সাতক্ষীরা সরকারি কলেজে আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টায় কলেজের ১২০২ নং কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর এস.এম. আফজাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আমানউল্লাহ আল হাদী। বক্তারা বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর বিস্তারিত আলোচনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, সহকারি অধ্যাপক প্রফেসর ফেরদৌস আরা শিউলি, কলেজ ছাত্রলীগের সভাপতি শাহেদ পারভেজ ইমন, সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন। এর আগে প্রধান অতিথি শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নির্ধারিত কবিতা আবৃত্তি, প্রবন্ধ রচনা, হামদ্ ও নাত্ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সন্দীপ দাস। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম সাইফুল্লাহ ফুয়াদ।
কুলিয়া ইউনিয়নে শোক দিবস পালন
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে শোক র্যালি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুলিয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. স.ম গোলাম মোস্তফা, প্রাক্তন ইউপি চেয়ারম্যান নুরুল মোমিন সরদার। এসময় প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজে রক্তদান কর্মসূচি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজে কোরআনখানি, শোকর্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকাল ৮টায় মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের ডা. প্রবীর কুমার দাশ, স্বাচিপ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন, অধ্যাপক ডা. এএইচএসএম কামরুজ্জামান, ডা. মো. রুহুল কুদ্দুছ, ডা. শংকর প্রসাদ বিশ^াস, ডা. খান গোলাম মোস্তফা, ডা. মো. মাকসুদুল আনাম ছিদ্দিকী, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. মো. শামছুর রহমান,ডা. হরষিত চক্রবর্তী, ডা. মো. আসাদুজ্জামান, ডা. মো. মোজাম্মেল হক, ডা. রহিমা খাতুন, ডা. শেখ আবু সাঈদ, ডা. মো. নাসির উদ্দীন গাজী, ডা. শেখ নাজমুস সাকীব, ডা. ফারহানা হোসেন, ডা. মো. রাশিদুজ্জামান, ডা. ফকরুল আলম, ডা. শামীমা আকতার প্রমুখ।
এসময় মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক, চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী ও সকল বর্ষের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক ডা. মো. আরিফুজ্জামান ও রেডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সুতপা চ্যাটার্জী ।
রসুলপুরে দোয়া মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রসুলপুরে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর যুব সমিতির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলিমুজ্জামান খান, তৌফিক আলম খান, মেহেদী হাসান, হাফিজুর রহমান খান, লিয়াকত হোসেন, ময়নুল আরেফিনসহ রসুলপুর যুব সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। দোয়া পরিচালনা করেন তাজবীর আলম। পরে জাতির জনকের স্মরণে রসুলপুর ফুটবল মাঠের চারপাশে ১৫০টি বৃক্ষ রোপণ করা হয়।
পিএন স্কুলে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা পিএন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় পিএন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শেখ আলাউদ্দীন, মো. আশরাফুল ইসলাম, মো. আমজাদ হোসেন, মো. মোশারাফ হোসেন, রেহনাজ পরভিনসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সভা সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রসেনজিত বন্দোপাধ্যায়। সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেশবপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আলোচনা
কেশবপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে বেসরকারি সংস্থা ওয়ার্ড’র হল রুমে এ আলোচন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেশবপুর শাখার সভাপতি সাংবাদিক শেখ শাহীনুর ইসলাম শাহীনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুর শাখার সহ-সভাপতি ইন্দ্রজীৎ হালদার। আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, উদীচী সংসদ কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদক, ওয়ার্ড এর পরিচালক সৈয়দ আকমল আলি, প্রদীপ বসু পল্টু প্রমুখ। আলোচনা শেষে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ধানদিয়ায় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত
তালার ধানদিয়ায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
ধানদিয়ায় ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান আরিফুল আমিন মিলনের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ইউনিয়ন আওয়ামী লীগের ডা. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার সহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিবার রহমান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা, এসআই আসাদ, শামসুর শেখ, সাধারণ সম্পাদক রেজওয়ান সরদার, ইয়াসিন সরদার, আনিসুর শেখ, আব্দুল্লাহ সরদার, আবুল খায়ের মল্লিক প্রমুখ।
এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ড, ফুলবাড়ী বাজার, ফুলবড়ী মাধ্যমিক বিদ্যালয়, মানিকহার মাদ্রাসা, কাটাখালী মাদ্রাসা, কেডিকে গার্লস স্কুল, সারসা মাদ্রাসা, ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ ইউনিয়নের বিভিন্ন স্থানেও ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
ডুমুরিয়ায় জাতীয় শোক দিবস পালিত
ডুমুরিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে এ উপলক্ষ্যে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল হামিদ জোয়াদ্দার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বুলু প্রমুখ।
এর আগে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং উপজেলা থেকে একটি শোক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সুভাষিণী ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত
তালার সুভাষিণী ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে কলেজের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এমএম মকবুল হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য মন্ত্রী সৈয়দ দীদার বখত্। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাতীয় পাটির সভাপতি এসএম নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম, জাতপুর পুলিশ ক্যাম্পের আইসি মো. হেকমত আলী, জাপা নেতা এ্যাড. জিল্লুর রহমান, অহেদ আলী, আজাদ মাহমুদ, সাংবাদিক ডা. এমএ রহমান প্রমুখ।
সখিপুরে জাতীয় শোক দিবসের আলোচনা
সখিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ ম-ল, নির্মল কুমার, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুল ইসলাম প্রমুখ।
এদিকে, সখিপুরের ঈদগাহ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের নির্দেশনায় ৭ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন-অর-রশিদ, বিজন কুমার ঘোষ, নওয়াব আলী, আরশাদ আলী, ইউপি সদস্য মোনাজাত আলী ও আবুল হোসেন, হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, মঈনউদ্দীনসহ সর্বস্তরের জনসাধারণ।
অন্যদিকে, সখিপুরের ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামটা বটতলা মোড়ে ইউপি সদস্য নির্মল কুমার ম-লের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইসমাইল গাজী, বাবুর আলী, নবাব আলী গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গোলাম রসুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আনারুল, সাংগঠনিক সম্পাদক রাশেদ গাজী, মুক্তিযোদ্ধা সন্তান শাহিন উল্লাহ, নুর ইসলাম পুটে, আরিবুল্লাহ গাজী, মনিরুজ্জামান।
৮নং ওয়ার্ডের পাকড়াতলা মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দরা।
সখিপুর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সখিপুর কাঁকড়া সমিতির সামনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।
এদিকে, সখিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) দিনব্যাপি শোক দিবসকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শোক র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন, ভিডিও চিত্র প্রদর্শন, উপস্থিত বক্তৃতা, বঙ্গবন্ধুর জীবন আর্দশ নিয়ে রচনা এবং কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাজী কেয়ামউদ্দীনউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে শোক দিবস পালন: সখিপুরের হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজে যথাযথ মর্যাদায় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৫ আগস্ট) সকাল ৬টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সালামতুল্লাহ গাজী, আব্দুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম, শেখ বাবুর আলী, আবু জাফর প্রমুখ। এসময় সকল কর্মসূচির তত্ত্বাবধান ও নির্দেশনা প্রদান করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম ও উপাধাক্ষ্য আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসূচির আহবায়ক জাহাঙ্গীর কবিরসহ সকল শিক্ষক, কর্মচারী, একাদশ, দ্বাদশ ও ¯œাতক বর্ষের ৪৫০জন শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
সখিপুর হাই স্কুল: দেবহাটায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক ইয়াকুব আলী, আলমগীর কবির, নির্মল কুমার গাইন, শাহিনা আখতার, রেকসোনা তরফদার, মনিকা রানী বসু প্রমুখ।
চিনেডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়: সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোনাজাত আলী, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল গফ্ফার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক পরিতোষ কুমার, সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, অসীত বরণ রায় প্রমুখ।
উদায়ন প্রি-ক্যাডেট স্কুল: দেবহাটায় ধোপাডাঙ্গাস্থ উদায়ন প্রিক্যাডেট স্কুলে শোক দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আবু হাসান, প্রধান শিক্ষক ইশারাত আলী, শিক্ষক মামুন আহম্মেদ, লাবনী বিশ্বাস, সোনিয়া আক্তার, সঞ্জয় সরকার, রাজা, ফতেমা খাতুন, টুকটুকি, ফরিদা খাতুন, প্রিয়াংকা, সাহানারা খাতুন প্রমুখ।
নওয়াপাড়ায় জাতীয় শোক দিবস পালিত
দেবহাটার নওয়াপাড়ায় বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সকালে নওয়াপড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম ঘোষ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশ্বনাথ ঘোষ, যুগ্ম-সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ময়না, ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনিসউজ্জামান বকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আনারুল ইসলাম, শ্রমিকলীগের মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের ছাব্বির হোসেন, আশরাফুল ইসলাম, যুবলীগনেতা আমিনুর রহমান বাবু প্রমুখ।
এদিকে নওয়াপাড়া ডায়মন্ড ক্লাবের আয়োজনে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাছেদ আলীর সভাপতিত্বে সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, তাপস রায়, সাইফুল ইসলাম আবু, জাফর বাবুল, জহুরুল ইসলাম, বকুল, সেলিম হোসেন, আবু হাসান প্রমুখ।
সখিপুরের কেবিএ সরকারি কলেজে আলোচনা
সখিপুরের খানবাহাদুর আহ্ছানউল্লা সরকারি কলেজে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে কলেজের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক আবু তালেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ। সভায় শিক্ষকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন কামিদুল হোসেন, শেখ মিজানুর রহমান, স্বপন ম-ল, আকবর আলী, আজহারুল ইসলাম, আব্দুল আজিজ, মনিরুল ইসলাম, নৃপেন্দ্র নাথ সরকার, মইনুদ্দিন খান, আকরাম হোসেন, মাসুদ করিম, রনঞ্জন কুমার ম-ল, আব্দুর রহমান, ফেরদৌসি পপি, রাবেয়া খাতুন, দৌলতুননেছা পারুল, রিতা রানী, ছাত্র-ছাত্রীদের মধ্যে রাকিব হোসেন ও আয়শা খাতুন। এসময় সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, রোভার স্কাউট সদস্য ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে জাতীয় শোক দিবস পালন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কলারোয়া উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও বোয়ালিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও শোক র্যালীর আয়োজন করা হয়।
সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা ও শোক র্যালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক ইউ পি চেয়ারম্যান ও কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ভুট্ট লাল গাইন। বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি ও কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল। পূর্ব বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কেড়াগাছি ইউপি সদস্য আলহাজ নজরুল ইসলাম। কেড়াগাছি ইউনিয়নের মুক্তিযোদ্ধা বৃন্দ। শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি কার্তিক চন্দ্র মিত্র। কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাঙ্গঠনিক সম্পাদক শাহিনুর রহমান। কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম ও তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও এলাকার বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সবশেষে শোক র্যালী করা হয়, র্যালীটি বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় গেট মুখ হতে শুরু হয়ে বোয়ালিয়া কলেজ মোড় ঘুরে কেড়াগাছি ইউনিয়ন পরিষদ সম্মুখ দিয়ে পূর্ব বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় ঘুরে কলেজ গেটে এসে শেষ হয়।
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনে শোক দিবস পালন
জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের ব্রহ্মরাজপুর শাখায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। সূর্যোদয়ের সাথে প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাতের জন্য এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের হয়।
সদর উপজেলা ব্রহ্মরাজপুর শাখার সুযোগ্য ব্যবস্থাপক গোবিন্দ কুমার বৈদ্য এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
চাম্পাফুলে আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন
কালিগঞ্জের চাম্পাফুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শোক দিবস উপলক্ষ্যে সকাল ৬টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করেন চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হক মোজাম ও সাধারণ সম্পাদক আলহবাজ সিদ্দিকি বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ঠাকুর দাস সরকার, সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, চাম্পাফুল ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আলী, বেতার শিল্পী নির্মল মন্ডল, বিএম আব্দুল গফ্ফার, জাহাঙ্গীর আলমসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দেয়াড়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
কলারোয়ার দেয়াড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার খোরদো বাজারে রক্তদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন, খোরদো ক্যাম্প আইসি সিরাজুল ইসলাম। রক্তদান ক্যাম্পেইন পরিচালনা করেন যশোর আহাদ রেডক্রিসেন্ট সোসাইটি রক্তদান ক্যাম্পেইনের পরিচালক মো. হাফিজুর রহমান।
দেয়াড়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে রক্তদান কর্মসূচি উপস্থিত ছিলেন, দেয়াড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী রুবেল, স ম আব্দুল্লাহ, ইসমাইল হোসেন, আলমগীর হোসেন প্রমুখ। উল্লেখ্য, রক্তদান কর্মসূচিতে ২৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।
দেবহাটা প্রেসক্লাবে আলোচনা
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দেবহাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি রাশিদুল আলম রাশিদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুদ, নির্বাহী আবু হুরাইয়া, মীর খায়রুল আলম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য এসএম নাসির উদ্দীন, আজিজুল হক আরিফ, আব্দুর রব লিটু, কবির হোসেন, এমএ মামুন, আরাফাত হোসেন লিটনসহ সহযোগী সদস্যরা।
পারুলিয়া ইউনিয়নে শোক দিবস পালন
পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পারুলিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা অনুষ্ঠানে সমবেত হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ সর্বস্তরের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, পারুলিয়ায় শহীদ আবু রায়হানের মাজার সংলগ্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ^াস আবরারের নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, প্রচার সম্পাদক নারান চন্দ্র, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, আলহাজ¦ রফিকুল ইসলাম, সদস্য ওহিদুল ইসলাম, উপজেলা তাঁতিলীগের সভাপতি সাইফুজ্জামান প্রিন্স, সাবেক উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টু, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন, রাজু আহম্মেদ প্রমুখ।
অপরদিকে পারুলিয়া ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ব্লক সুপারভাইজার উপ-সহকারি কৃষি অফিসার আহম্মদ সাঈদ, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সালাউদ্দিন সরাফি, গোলাম ফারুক হোসেন, সাহেব আলী, শহিদুল্লাহ গাজী, বানু আল কাদেরী, হামিদা পারভীন, নারগিছ পারভীন, হামিদা পারভীন, যুবলীগ নেতা শেখ তাজুল ইসলাম তাজু প্রমুখ।
দেবহাটা সদর ইউনিয়নে শোক দিবস পালিত
দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়নের বিভিন্ন স্থানে শোক দিবস পালিত হয়েছে। দেবহাটা বাজারে, সদর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে শোক র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনারুল হক, আব্দুর রউফ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিস সরদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এদিকে টাউনশ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শোক দিবস পালিত হয়েছে। এসময় সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী, অধ্যাপক ডা. আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মিহির কুমার ম-ল, ডা. নিমাই চন্দ্র ম-ল, শরিফুল ইসলাম প্রমুখ।
অপরদিকে উপজেলার রাসেল স্মৃতি সংসদ চত্বরে আওয়ামী লীগ নেতা আব্দুল রউফের নেতৃত্বে সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় শোক দিবস উপলক্ষ্যে কুরআন খতম ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বাঁশদহা মাদরাসায় শোক দিবস পালন
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের মোহাম্মদ আলী দাখিল মাদরাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি শেখ শরিফুজ্জামান বিপুলের সভাপতিত্বে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপার মইনুদ্দীন, সহ-সুপার রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, আব্দুল বারী, আজগার আলী, ছহিলউদ্দীন, সহকারী শিক্ষক আব্দুল কাদের, শহিদুর রহমান, মারুফ হোসেন, আবু ইছা, শফিকুল ইসলাম, ইয়াছিন আলী, আব্দুল অদুদ খাঁন, আসমা পারভীন, মিতা সুলতানা, খলিলুর রহমান, বদরুজ্জমান, মফিজুল হক, ন্যাশনাল কর্মসূচির শহিদ হোসেন, এস.এম.সি সদস্য আনিছুর রহমান, সেলিমউদ্দীন, আলাউদ্দীন, সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কেরাত, হাম, নাথ, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বাঁশদহা কমিউনিটি ক্লিনিক, কুলিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস পালিত হয়েছে।
চুকনগরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন
চুকনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করেছে। সকাল ৯টায় আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। শোক সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আশুতোষ নন্দী, সরদার ওহিদুল ইসলাম, মাস্টার জহুরুল ইসলাম, জিএম ফারুক হোসেন, সরদার শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, জাকির হোসেন মিল্টন, সম কবিরুল ইসলাম, খান আবুল বাশার, আবু দাউদ মোড়ল, ইকবল হোসেন সালাম, জিএম ফরিদ হোসেন, রবিউল ইসলাম, রতন ঘোষ, কেএম মফিজুল ইসলাম, শেখ মাহাবুব আলম সোহাগ, ইব্রাহিম হোসেন প্রমুখ।
সকাল সাড়ে ৯টায় আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন ইউপি সদস্য সচিব রমেশ চন্দ্র সানা, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, কামরুল ইসলাম মোড়ল, শেখ সিরাজুল ইসলাম, রেশমা বেগম, শিখা রানী বসাক প্রমুখ। সকাল ১০টায় চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম জুলফিক্কার আলী জুলু। অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক হাশেম আলী ফকির, অধ্যাপক তাপস বিশ্বাস, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক হাফিজ মাহামুদ, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক আনন্দ সরকার, অধ্যাপক মনিরুল হক, অধ্যাপক অসীম ভট্রাচার্য, অধ্যাপক নিমাই কৃষ্ণ মল্লিক, অধ্যাপক হুমায়ন কবির, প্রভাষক সাধনা কর্মকার প্রমুখ। এরপর চুকনগর আইডিয়াল প্রিক্যাডেট স্কুলের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ এম এম রুহুল আমীন, মাষ্টার আব্দুল কাদের, আব্দুল গফফার, আবু বকর প্রমুখ। চুকনগর সানরাইজ মডেল একাডেমির উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিচালক অধ্যাপক মনিরুল হক, প্রধান শিক্ষক মোড়ল মাহাবুব আলম প্রমুখ। চুকনগর মডেল মহিলা কলেজের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মইন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়। দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ মো. বজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়।
আঠারমাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন
আঠারমাইলে ২২নং বেতাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ৯টায় র্যালি শেষে দোয়া ও আলোচনা সভায় প্রধান শিক্ষিকা রজ্ঞিতা দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিলন শেখ, সহ সভাপতি মো. নেছার উদ্দিন, সদস্য যথাক্রমে মোছা. হোসনারা বেগম, আলতাফ হোসেন শেখ, জামিল উদ্দিন, নাসরিন আরা, সাবিনা ইয়াসমিন, সালমা পারভীন, শংকর কুমার রায়, মাজেদুল ইসলাম, জালাল উদ্দিন, ডালিয়া কুমকুম, লিপি খাতুন, মিনারা পারভীন, আমিনা খাতুন প্রমুখ।
ঘোনা ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন
সাতক্ষীরা সদরের ঘোনায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০১৮ পালিত হয়েছে। বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ইউপির সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় ঘোনা ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব নারায়ণচন্দ্র অধিকারী, ইউপি সদস্য আবুল বাসার, সাঈদ মনোয়ার, আব্দুল করিম, শাহিনুর রহমান, রবিউল ইসলাম, মুতাছিম বিল্লাহ, গনেশচন্দ্র সরকারসহ সকল সদস্যবৃন্দ এবং ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ। এছাড়াও জাতীয় শোক-২০১৮ উপলক্ষ্যে ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসা, ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়, ঘোনা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, ঘোনা পশ্চিম পাড়া, ঘোনা, কাজী পাড়া, ছনকা, বাকাঁরঘোজ ও মহাদেবনগর এবং পশ্চিম মহাদেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
পাটকেলঘাটায় জাতির জনকের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত
পাটকেলঘাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন স্থানে এ উপলক্ষ্যে শোক র্যালি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়।
থানা সদরে চেয়াম্যান মতিয়ার রহমানের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়। র্যালিটি পাটকেলঘাটা বাজার প্রদক্ষিণ করে। এছাড়া পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, জেসিএস মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা বালিকা বিদ্যালয়, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, পাটকেলঘাটা হারুণ-অর রশিদ ডিগ্রী কলেজ, পাটকেলঘাটা সরকারি প্রাথিমক বিদ্যালয়, মেল্লেকবাড়ী এমকে মাধ্যমিক বিদ্যালয়, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর দাখিল মাদ্রাসা, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিঠ, খলিশখালী টেকনিক্যাল কলেজ, দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ, আল আমীন ফাজিল মাদ্রাসা, আল ফারুক আদর্শ একাডেমীসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্টানে আলোচনা সভা ও গণভোজনের আয়োজন করে।
পাটকেলঘাটা কলেজে বিন¤্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত
পাটকেলঘাটা হারুণ-অর রশিদ ডিগ্রী কলেজে বাংলাদেশের স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও বিন¤্র শ্রদ্ধায় পালিত হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শোক র্যালি, ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে কলেজের ২০৬নং কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের অধ্যাপক ফকির আহমদ শাহের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কশেম, কলেজের অধ্যাপক আনোয়ারুল হক, অধ্যাপক সুব্রত কুমার দাশ, অধ্যাপক আব্দুল গফফার, অধ্যাপক আরশাদ আলী, অধ্যাপক নাজমুল হক, অধ্যাপক আমিনুজ্জামান, শিক্ষার্থীদের মধ্যে একরামুল হক রায়হান ও খাদিজা সুলতানা প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ওভারব্রীজ জামে মসজিদের খতিব হাফেজ শিহাব উদ্দীন। অনুষ্ঠান শেষে সকলের জন্য গনভোজের আয়োজন করা হয়।
বল্লীর আমতলা খানজাহান আলী আলীম মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত
সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমতলা খানজাহান আলী আলীম মাদ্রাসায় গভীর শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় মাদ্রাসার শ্রেণি কক্ষে ‘শোকেতে মোরা গড়িবো শক্তি, ভাঙিবো শৃঙ্খল, আসিবে মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত শোক দিবস পালিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল মো. মোত্তাছিম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. ওবায়দুর রহমান লাল্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন অত্র মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য মো. আজহারুল হক। এছাড়াও অন্যান্য অতিথি বৃন্দের মধ্যে ছিলেন আলহাজ্ব আব্দুর রউফ মোড়ল এবং আমতলা সিদ্দিকীয়া বরকতিয়া এতিমখানা ও হেফ্জখানার শিক্ষক হাফেজ মো. আহমদ আলী ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মো. হাবিবুর রহমান, হাফেজ মো. শহিদুর রহমান, আলহাজ্ব গোলাম রব্বনী, মো. শহিদুল ইসলাম, মো. আব্দুল বারী, মো. নূর ইসলাম, মো. মুজিবুর রহমান, মো. লিয়াকত আলী, কৃষি বিষয়ক শিক্ষক মো. মেহেদী হাসান ও বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আশরাফ-উজ-জামান ও মো. মুনতাছির রহমান ও অফিস সহকারী মো. রুহুল আমিন প্রমুখ।
বক্ততা ও আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মো. মোত্তাছিম বিল্লাহ্।
প্রসঙ্গত, আমতলা মাদ্রাসাসহ বল্লী ইউনিয়নের মোট ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস ২০১৮ পালিত হয়েছে।
ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে বিন¤্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন
‘শোক হোক শক্তির হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরা সদর উপজেলার বহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিন¤্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস-২০১৮।
দিবসটি পালন উপলক্ষে কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনান্তে এক মিনিট নিরবতা পালন, রচনা প্রতিযোগিতা, হামদ্ ও নাতে রাসুল (স.) প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার ও প্রামান্য চিত্র প্রদর্শণ, কবিতা আবৃতি, আলোচনা সভা, ফাতেহা শরীফ পাঠ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সম জালাল উদ্দিন, স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিরাজ আহমেদ, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিক, সাবেক সদস্য গিয়াস উদ্দিন সানা, ব্রহ্মরাজপুর ইউপি সদস্য সাংবাদিক এমআর মিঠু, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, অরুন কুমার, শিক্ষার্থী সুমাইয়া পারভীন আশা, মাশকুরা পারভীন রিয়া, সুমাইয়া সুলতানা, তৃষা মন্ডল প্রমুখ। সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের উপস্থাপনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক নজিবুল ইসলাম। এসময় স্কুলের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজরউদ্দিন সরদারসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে গণভোজ অনুষ্ঠিত হয়।
তারালীতে শোক দিবস পালন
কালিগঞ্জের তারালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে, ইউনিয়নের কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজে সকাল ১০টায় জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। তারালী মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বরেয়া মাধ্যমিক বিদ্যালয়, জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, তারালী আলিম মাদ্রাসা ও তারালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পৃথক পৃথক আলোচনা সভা ও দোআ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া, শোক দিবস উপলক্ষ্যে উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে তারালী ইউনিয়ন পরিষদ। পরিষদের কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান এনামুল হোসেন (ছোট)। এদিকে শোক দিবস উপলক্ষ্যে সকালে বৃক্ষরোপণ করেন তারালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটু। এসময় ছাত্রলীগের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নলতায় শোক দিবস পালন
কালিগঞ্জের নলতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
নলতা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে সকালে জাতীয় পতাকার সাথে কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বর্ণাঢ্য র্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শোক দিবসের সমাপ্তি হয়েছে।
নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের নেতৃত্বে দিনব্যাপী আয়োজনে শেখ মুজিবুর রহমানের জীবন-সংগ্রামের উপরে বর্ণাঢ্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মো. সিরাজুল ইসলাম, নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, নলতা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি শামছুর রহমান, ইব্রাহিম খলিল, আব্দুল জব্বার, ভাড়াশিমলা আ’লীগ সম্পাদক আবুল হোসেন, তরুণ লীগের কালিগঞ্জ উপজেলা সভাপতি মোখলেছুর রহমান মুকুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, শ্রমিকলীগ নেতা আকরম হোসেন, আব্দুর রশিদ, ছাত্রলীগের উপজেলা সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা যুবলীগ সভাপতি সাইফুল প্রমুখ।
এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নলতা আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলে সকালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা করা হয়। স্কুলের হলরুমে সকাল ৯টা থেকে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক আবু ফরহাদের সঞ্চালনায় আলোচনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, অধ্যক্ষ খান আলাউদ্দিন, উপ-অধ্যক্ষ শাহিনুর রহমান, তুহিনা আফরিন, আব্দুল কাইয়ুম ও তাপস পাল।
এছাড়া নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য এক শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে এসে এশষ হয়।
আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদের সভাপতিত্বে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবনী আলোচনা করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
জনতা ব্যাংক তালা শাখায় জাতীয় শোক দিবস পালিত
জনতা ব্যাংক তালা শাখায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সকালে ব্যাংকের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পাটকেলঘাটা শাখার ব্যবস্থাপক মিন্টু কুমার সরখেল। আরো উপস্থিত ছিলেন, সহকারি ব্যবস্থাপক মো. ফিরোজ রায়হান, মো. শাহানুর আলম, রবি শংকর অধিকারী, মো. শাহিনুর রহমান সাগর, মো. আব্দুর রহমান, মো. মহাসিন আলম, রাজু আহম্মেদ, নুর মোহাম্মাদ প্রমুখ।
আলোচনা সভার আগে জাতির জনকসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মণিরামপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত
মণিরামপুরে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারি সংস্থা ও সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণনের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল শোক র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী’র সভপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য ও সাবেক এমপি এ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, আ’লীগের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেন,আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বশির আহম্মেদ খান প্রমুখ। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাংকন, রচনা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও হামদ-নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য ও সাবেক এমপি এ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, স্থানীয় এমপি স্বপন ভট্টাচার্য্য, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, আ’লীগ নেতা এ্যাডভোকেট বশির আহম্মেদ খান, প্রভাষক আবুল হাসান, সন্দিপ ঘোষ, যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
কাদাকাটি হিন্দু পাড়া প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস পালিত
আশাশুনির ১০০ নং কাদাকাটি হিন্দু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তালনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক শোক র্যালি কাদাকাটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
নওয়াবেঁকী যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
শ্যামনগরের নওয়াবেঁকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে ১০নং আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শোক র্যালি বের হয়ে আটুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওয়াবেঁকী বাস স্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে মাল্যদান করা হয়। এদিকে ১০নং আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মারুফ বিল্লাহর সঞ্চালনা এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় আরো উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শত শত নেতা-কর্মী।
তালায় জাতীয় শোক দিবস পালন
তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এমএ কাশেম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, সহকারি কমিশনার (ভুমি) অনিমেশ বিশ্বাস, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা, যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দীন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।
মিয়া সাহেবের ডাংগা প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস পালিত
পৌরসভার ৫নং ওয়ার্ডের ২১নং মিয়া সাহেবের ডাংগা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষিকা মোছা রওশন আরা খাতুনের সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুল গফফার। বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল্লাহ ও নূর ইসলাম। পরে শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হিফজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনে উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. আবুল কালাম।
এসময় এমপি রবি বলেন, ‘১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধূর ও কলঙ্কজনক অধ্যায়। জাতির পিতার সারাজীবনের স্বপ্ন ছিল ‘সোনার বাংলা’ গড়ার। আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতীক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে অনুকরণীয় হয়ে আছে। আসুন আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তাঁর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি।
কালিগঞ্জে বিন¤্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ
কালিগঞ্জে বিন¤্র শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দারের নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়। এর আগে কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে, সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের অংশগ্রহণে পৃথক একটি শোক র্যালি বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা সূফী শেখ আতাউর রহমান, উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু প্রমুখ। পরে অফিসার্স ক্লাবে শিক্ষার্থীদের উপস্থিতিতে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় ও শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নরীম আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সূফী আতাউর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল প্রমুখ।
এছাড়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে উপজেলার পিরোজপুরে শোক র্যালি, আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ প্রমুখ।
এদিকে, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে শোক দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, সহকারি কমান্ডার মনির আহম্মেদ, আব্দুর রউফ, এসএম শাহাদাত হোসেন প্রমুখ।
এছাড়া, ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন। কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক তায়ফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার নাহিদ রেজা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অসিত সেন প্রমুখ।
শ্যামনগরে জাতীয় শোক দিবস পালিত
শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বসায়িত প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল ৯টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা চত্বরের মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবুল হোসেন মিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সেলিম খান প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা হল রুমে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতারণী অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের উদ্যোগে শোকদিবস পালিত হয়েছে।
বড়দলে বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবষ পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আশাশুনি থানার বড়দল ইউনিয়নের বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ: বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিসে সকাল ৭.৩০ মিনিটে অর্ধনমিত জাতীয় পাতাকা উত্তোলন করা হয়। এরপর শোক র্যালি বের হয়ে বড়দল বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে। র্যালি শেষে মুক্তিযোদ্ধা অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আকের আলী গাজী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ডা. এস এম মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল হান্নান (মন্টু), সুনিল কুমার ম-ল, উপস্থিত ছিলেন ৫নং বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আকবর আলী, মো. বিল্লাল হোসেন, আফর আলী, আরও উপস্থিত ছিলেন বড়দল ছাত্র লীগ এর সভাপতি নাহিদ রানা বাবু, সাবেক ছাত্রলীগ এর সভাপতি এ,কে,এম কামুরুজ্জামান (মিঠু), দীপক কুমার ম-ল, কলেজ শাখা ছাত্রলীগ স.ম মঈনুল ইসলাম এবং তার কর্মীবৃন্দ। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আ. অহাব মোল্যা। সভা শেষে কাঙ্গালী ভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সামাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে বড়দল ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার লেয়াকাত আলীর সভাপতিত্বে বড়দল বাজারে এক দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করেন।
বড়দল আফতাবউদ্দীন কলেজ ইয়েট স্কুল: বড়দল আফতাবউদ্দীন কলেজ ইয়েট স্কুল এবং বড়দল ইউনিয়ান আওয়ামী লীগের উদ্যোগে শোক ব্যালি হয়। সকাল ৯টায় র্যালিটি বড়দল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বড়দল কলেজ হলরুমে এক আলোচনা সভা এবং দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়দল প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ডা. এস এম মোখলেছুর রহমান এবং এলাকার বিশিষ্ট নেত্রীবৃন্দ। কাঙ্গালীভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।
দক্ষিণ বড়দল শিববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়: দক্ষিণ বড়দল শিববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে অর্ধনমিত জাতীয় পাতাকা উত্তোলন এবং শোক র্যালি করা হয়। পরে এক দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাতিত্ব করেন ম্যানিজিং কমিটির সভাপতি বিভূতী ভূষণ ঢালী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য এবং বড়দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রহমান ফকির, সাবেক ইউপি সদস্য সমীরণ সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বড়দল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সভাপতি নাহিদ রানা বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাসুদেব ম-ল, ওয়ার্ড স্বেচ্ছাসেব লীগের সাধারণ সম্পাদক ভীম সরকার, ওয়ার্ড কৃষক লীগ সভাপতি মিলন ঢালী, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক সাবেক ইউপি সদস্য তৃপ্তিলতা শীল। কাঙ্গালী ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সামাপ্তি ঘোষণা করা হয়।
গোয়ালডাঙ্গ ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়: গোয়ালডাঙ্গ ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সকাল ৯.১৫ মিনিটে অর্ধনমিত জাতীয় পাতাকা উত্তোলন করা হয় এবং গোয়ালডাঙ্গা প্রধান সড়কে শোক র্যালী প্রদর্শন করে। র্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা এবং দোয়া মহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুশান্ত কুমার ম-ল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালডাঙ্গ ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাতি আবুল কালাম আজাদ, অবিভাবক সদস্য রামপ্রসাত সরকার, লক্ষণ রাহ, বিদ্যুতশাহি সদস্য রহমতুল্লাহ ফকির এবং অন্যান্য ব্যক্তিবৃন্দ।
মৌতলা ইউনিয়নে আলোচনা ও দোয়া মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কালিগঞ্জের ১২নং মৌতলা ইউনিয়নে আলোচনা সভা, দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্যানেল চেয়ারম্যন মাহফুজা খাতুন খুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মুন্সি মশিউর রহমান পলাশ, ইউপি সদস্য মো. ফেরদাউস মোড়ল, ইউপি সদস্য মির্জা সাদেক আলী, ইউপি সদস্য কাজী হাফিজ, ইউপি সদস্য রাজিয়া সুলতানা, ইউপি সদস্য হামিদা সুলতানা, শেখ রাজা প্রমুখ। এসময় ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয় এছাড়া ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
জেলা শ্রমিক লীগের র্যালি
মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জেলা শ্রমিক লীগের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা পাওয়ার হাউজ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস প্রস্তুতি কমিটির আহবায়ক ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহীন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি এপিপি শেখ তামিম আহমেদ সোহাগ, বিকাশ দাস সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ সিবিএ এর সভাপতি শেখ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, লেবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া অনুষ্ঠান
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইনস্ট্রাক্টর (নন টেক) নিমাই চন্দ্র সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ ড. নজমুল করিম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা প্রমুখ। সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় দোয়া
বুধবার দুপুরে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, আহ্ছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, ইউনাইটেড প্রিন্ট্রার্সের প্রোপাইটার ও লিল্লাহ বোডিংয়ের সদস্য মো. আবু সোয়েব এবেল, সৈয়দ নাজমুল হক বকুল, কাজী আমিরুল হক আহাদ, আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক শহিদুল আলম, শহিদুল ইসলাম, আব্দুল করিম, আবুল বাশার, মিজানুর রহমান, শিক্ষক সাইফুল আলম ছিদ্দিকী প্রমুখ।
জেলা ছাত্রলীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা ছাত্রলীগের আয়োজনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক। এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসাইন সুজন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি শেখ মাহমুদুল হাসান, কাজী সাদিকুজ্জামান, নাইম সরোয়ার, মৃনাল মন্ডল, আলিফ খান, মোফাজ্জল হোসেন সুজন প্রমুখ।
সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা
বুধবার সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে শোক দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, উম্মে হাবীবা, মো. আবু সাঈদ, রিনা রাণী নন্দী, মো. হাবিবুল্লাহ, মমতাজ হোসেন, আলাউদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আনিছুর রহমান।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে নানা অয়োজনে উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিলন মিত্র, হাসান আলমগীর, আশরাফুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের গাজী গোলাম সরোয়ার, ইব্রাহিম হোসেন, মাজাহারুল ইসলাম, কৃষক লীগের রমেশ দত্ত, আব্দুল গফুর, ফাতিমা বেগম, যুবলীগের কাজী মুজাহেদুল ইসলাম পান্না, ছাত্রলীগের কাজী আজাহারুল ইসলাম মানিক, সাইফুল ইসলাম প্রমুখ।