আগস্ট ১২, ২০১৮
জেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত
ডেস্ক রিপোর্ট: জেলার বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- আশাশুনি প্রতিনিধি জানান, ‘সেফ স্পেসেস ফর ইয়ুথ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক যুবদিবস পালিত হয়েছে। রোববার (১২ আগস্ট) সকাল ৯টায় উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এক আলোচনা সভা হয়। সভায় যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। এসময় সভায় বক্তব্য রাখেন, সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসের সিএন আহমেদ তাহমিদ হোসেন। সভায় বক্তারা বলেন, প্রশিক্ষত যুবরাই দেশের প্রাণশক্তি। যুবউন্নয়ন অধিদপ্তর প্রত্যেক যুবককে প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে পরিণত করতে বদ্ধপরিকর। তাই ঘরে বসে না থেকে এ অধিদপ্তর থেকে বিভিন্ন লাভজনক বিষয়ে প্রশিক্ষণ নিয়ে পরিবার ও দেশের অর্থনৈতিক কর্মকাÐে নিজের হাত বাড়িয়ে দিতে প্রত্যেক যুবাদের প্রতি উদাত্ত আহŸান জানান বক্তারা। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 8,808,310 total views, 14,555 views today |
|
|
|