আগস্ট ৭, ২০১৮
জেলায় ট্রাফিক আইনে ৩ দিনে ৭৩২ মামলা, ৪৭টি যানবাহন জব্দ
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে গত তিন দিনে পুলিশ ও বিআরটিএ’র যৌথ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭৩২টি মামলা দায়ের ও ৪৭টি যানবাহন জব্দ করা হয়েছে। রবিবার (৫ আগস্ট) থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন বাস্তবায়নে এ অভিযান চালানো হয়। ‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন, ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’ শ্লোগানে ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট, খুলনা রোড মোড়, বিনেরপোতা, পালিটেকনিক মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিআরটিএ যৌথ অভিযান চালিয়ে যানবাহনের কাগজ-পত্র তল্লাশি চালাচ্ছে। ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান সড়ক-মহাসড়কে নিজে দাড়িয়ে এই অভিযানে নেতৃত্ব দেন এবং যাবাহনের কাগজপত্র চেক করেন। সাতক্ষীরা বিআরটিএ’র সহকারি পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ জানান, ফিটনেস, রুট পারমিট, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় গত তিন দিনে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭৩২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কোন কাগজপত্র না থাকায় মোটরসাইকেল, পিকআপ ও বাসসহ বিভিন্ন প্রকার ৪৭টি যানবাহন জব্দ করা হয়েছে। 6,565,714 total views, 4,617 views today |
|
|
|