আগস্ট ১৪, ২০১৮
জিফুলবাড়ী এতিমখানার ভবন নির্মাণে অনিয়ম!
জিএম আজিজুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জিফুলবাড়ী দরগাহ শরীফ এতিমখানার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সাতক্ষীরা জেলা পরিষদের বরাদ্দকৃত ৫ লক্ষ টাকা এতিমখানারর একতলার দেওয়াল ও মেঝে প্লাস্টারের জন্য দেওয়া হয়। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে কাজ শেষ হওয়ার ১ সপ্তাহ পর ফাটল, কালো দাগ ও প্লাস্টারে ছিদ্র হয়ে যায়। বাধা দিলে ঠিকাদার লাকী বলেন, আমি সাতক্ষীরার কাউকে ভয় করিনা এমনকি পুলিশ প্রশাসনও আমাকে ভয় পায়। 8,943,702 total views, 21,490 views today |
|
|
|