জালালপুর (তালা) প্রতিনিধি: তালার ১১নং জালালপুর ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষ্যে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু এই চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেল ট্যাগ অফিসার দেবাশীষ মন্ডল ও ইউপি সদস্যবৃন্দ। এ সময় ইউনিয়নের এক হাজার ১৪৭টি দুস্থ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।