ডেস্ক রিপোর্ট: জাতির জনক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন ইসলাম সাদ্দাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহেদ পারভেজ ইমন, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলিফ খান, পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি মাহমুদুল, সাধারণ সম্পাদক শামীম হোসেন ও মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ। এসময় জেলা সভাপতি রেজাউল ইসলাম নিজেই রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে পর্যাযক্রমে ছাত্রলীগ নেতৃবৃন্দ মোট ২৫ ব্যাগ রক্ত প্রদান করেন।