আগস্ট ১২, ২০১৮
জমে উঠেছে পারুলিয়া গরুহাট
![]() মীর খায়রুল আলম ও এমএ মামুন: পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে জমে উঠেছে দেবহাটার পারুলিয়া গরুহাট। সাপ্তাহিক হাট বার হিসেবে রোববার পারুলিয়া হাটে অন্যান্য দিনের চেয়ে কয়েকগুণ বেশি গবাদি পশু ওঠে। হাটে কোরবানি যোগ্য গরু-ছাগল-মহিষ নিয়ে আসে জেলার বাইরের ব্যাপারীরাও। অসংখ্য খামারী টার্গেট অনুযায়ী গরু বিক্রি করতে পেরে আনন্দে বাড়ি ফিরেছেন। হাটে যে দাম উঠছে তাতে অনেকটা স্বস্তি ফিরেছে খামারীদের মাঝে। 5,944,999 total views, 265 views today |
|
|
|