ডেস্ক রিপোর্ট: সীমান্তে চোরাচালান রোধে এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ আগস্ট) বিকাল ৫টায় কলারোয়ার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্প গোল চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান। আলোচনা করেন, কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, ইউপি সদস্য ইয়ার আলী, মহিদুল ইসলাম, সামসুর রহমান, আলহাজ নজরুল ইসলাম, আবুল কাশেম, রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, মজিবর রহমান প্রমুখ।
এ সময় লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকার মাদকমুক্ত সমাজ গঠনে যে মহৎ পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে চোরাচালান বন্ধ করা অপরিহার্য। আপনাদের এলাকায় চোরাকারবারীর সাথে যারা জড়িত তাদেরকে সতর্ক করবেন এবং চোরাচালান দমন করতে বিজিবিকে সর্বদা সহযোগিতা করবেন।
চোরাচালান প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব: লে. কর্নেল মোস্তাফিজুর রহমান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/