নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: ভুয়া চেক দিয়ে প্রতারণা করার অভিযোগে সাইফুল ইসলাম ডুয়েলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৬ আগস্ট) আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে তা নাকচ করে দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
সাইফুল রহমান ডুয়েল কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামের মৃত ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে। বর্তমানে সে খুলনা নিরালার বাসিন্দা।
ঘটনার সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ডুয়েল দেবহাটার মাটিকোমরা গ্রামের মৎস্য ব্যবসায়ী আনারুল ইসলামকে ২০১৬ সালের ১লা ডিসেম্বর ৪ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক দেয়। ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার চেকটির নাম্বার ঘউঈ/ই- ৫৮৩৩১৮৬। পরে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে ঐ হিসাবে টাকা নেই বলে জানতে পারে আনারুল ইসলাম। এরপর আনারুলকে টাকা না দেওয়ার ফন্দি এঁটে উল্টো তাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে ডুয়েল। ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ২০১৭ সালের ১ ফেব্রæয়ারি ডিসঅনার করে দেয়। বিষয়টি নিয়ে আনারুল ইসলাম আদালতে গেলে ডুয়েলকে প্রথমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তারপর ২০১৭ সালের ২০ এপ্রিল নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এ্যাক্ট এর ১৩৮ ধারার বিধান মোতাবেক সাতক্ষীরা জজকোর্টে মামলা দায়ের করেন বাদী আনারুল ইসলাম। মামলা চলাকালেও আসামি ডুয়েল কয়েকবার আদালত অবমাননা করেছে বলেও জানা গেছে। সর্বশেষ বৃহস্পতিবার আদালতে হাজির দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
চেক প্রতারণার মামলায় ডুয়েল কারাগারে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/