চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে আল আমীন হার্ডওয়ার অ্যান্ড স্যানিটারির উদ্যোগে রং মিস্ত্রীদের অংশগ্রহণে বার্জার পেইন্টিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে অধ্যক্ষ এম এম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা জাহিরুল ইসলাম, আল আমীন হার্ডওয়ার অ্যান্ড স্যানিটারীর সত্ত¡াধিকারী নাজমুল হক, মিজানুর রহমান বাবলু খান, প্যানেল চেয়ারম্যান বিএম হাবিবুর রহমান হবি, ব্যবসায়ী গোলাম মোড়ল, কৃষ্ণ নন্দী, হাফেজ মো. মঈন উদ্দিন, মাস্টার বিল¬াল হুসাইন, সহাদেব আঢ্য, মাস্টার আব্দুল কাদের, আব্দুল গফফার, আবু বক্কার প্রমুখ। কর্মশালায় প্রায় তিন শতাধিক রং মিস্ত্রী অংশ নেন।
6,575,065 total views, 1,154 views today