আগস্ট ১১, ২০১৮
চুকনগরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল
চুকনগর (খুলনা) প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই আন্দোলনে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে আনন্দ মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা এ অভিনন্দন জানায়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। ম্যানেজিং কমিটির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি কুন্ডু, অপর্না কর্মকার, আব্দুল লতিপ মোড়ল, হালিমা আক্তার, জয়দেব নন্দী, মৌঝুরী চৌধুরী, শামীমা শিরিন মিলু, হাফিজুর রহমান, আজিজুর রহমান, অজয় ব্রহ্ম, মিরানা ইসলাম, নন্দিতা শিকদার, রবীন্দ্র নাথ রায়, সাংবাদিক শংকর ঘোষ, রবিউল ইসলাম প্রমুখ। 8,705,940 total views, 2,873 views today |
|
|
|