চুকনগর (খুলনা) প্রতিনিধি: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের নয় দফা দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চুকনগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা আনন্দ মিছিল করেছে।
বুধবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে মিছিলটি ডুমুরিয়া উপজেলার চুকনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। আটলিয়া ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট প্রতাপ রায়ের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম জুলফিক্কার আলী জুলু, দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. বজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক হাফিজ মাহামুদ, অধ্যাপক ড. সাইদুর রহমান, প্রভাষক অশোক রায়, মাওলানা আজিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আবু দাউদ মোড়ল, যুগ্ম আহবায়ক স ম ইকবল হোসেন সালাম, মহিতোষ বিশ্বাস, প্রিন্স প্রমুখ।
চুকনগরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/