Site icon suprovatsatkhira.com

চাম্পাফুলে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে উত্তর বালাপোতা চ্যাম্পিয়ন

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে উত্তর বালাপোতা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (২৬ আগস্ট) দুপুর ৩টা থেকে চাম্পাফুল-বালাপোতা উত্তরণ সংঘের আয়োজনে বালাপোতা ফুটবল মাঠে চার দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এতে উওর বালাপোতা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে, বালাপোতা উওরণ সংঘ ফুটবল একাদশ, কোদন্ডা ফুটবল একাদশ, চাম্পাফুল ফুটবল একাদশ ও উত্তর বালাপোতা পুটবল একাদশ ।
টুর্নামেন্টের ১ম রাউন্ডে বালাপোতা উত্তরণ সংঘ ফুটবল একাদশ চাম্পাপুল ফুটবল একাদশকে ১-০ গোলে ও উত্তর বালাপোতা ফুটবল একাদশ কোদন্ডা ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে খেলার যাগ্যতা অর্জন করে।
বালাপোতা উত্তরণ সংঘ ফুটবল একাদশ ও উত্তর বালাপোতা ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচটির প্রথমার্ধ গোল শূন্য থাকলেও এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে উত্তর বালাপোতা ফুটবল একাদশ ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ইউপি সদস্য মো. সাঁইলুজ্জামান খাঁন সাঁইলু। টুর্নামেন্ট পরিচালনা করেন ডা. সুখদেব মিস্ত্রি, সহকারি রেফারি ছিলেন উত্তম সরকার, অলোক সরকার ও প্রভু গৌরঙ্গ সরকার ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version