চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নে মৎস্য ঘেরে মাছ চুরির সময় মিলন গাজী নামে একজনকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (১০ আগস্ট) গভীর রাতে ইউনিয়নের বালাপোতা গ্রামের শ্যামল সরকারের মৎস্য ঘের থেকে তাকে আটক করা হয়। মিলন গাজী আশাশুনি ইউনিয়নের আদালতপুর গ্রামের বাবু গাজীর ছেলে।
ঘের মালিক শ্যামল সরকার জানান, রাতে মৎস্য ঘেরে হঠাৎ মাছ চুরির সময় মিলন গাজীকে দেখতে পেলে আমি চিৎকার দেই। এসময় আরও কয়েকজন মিলে তাকে আটক করি। পরে চাম্পাফুল ইউপি মেম্বর মো. সাইলুজ্জামান খাঁন সাইলু বিষয়টি জানার পর আশাশুনির আদালতপুরের ইউপি সদস্য মো. মিজানুর রহমানের মাধ্যমে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দিয়েছেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/