আগস্ট ৬, ২০১৮
ঘুষ না দিলে পাশ পারমিট জোটে না জেলেদের কপালে বনবিভাগ: কৈখালী স্টেশন
শ্যামনগর প্রতিনিধি: জেলেদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পাশ পারমিট প্রদান ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে। যারা টাকা দিতে অপারগতা জানাচ্ছে তাদের জন্য বরাদ্দ ‘ভোাগান্তি ও দুর্ব্যবহার’। জেলেদের দাবি, ঘুষ বাণিজ্যের বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা মিলছে না। 8,801,984 total views, 8,229 views today |
|
|
|