Site icon suprovatsatkhira.com

গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক হয়েছে।
ডিবি পুলিশের পরিদর্শক হারান চন্দ্র পাল জানান, বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাহার ডায়াগনস্টিক সেন্টারে কাছ থেকে বাগাচড়ার আব্দুর রশিদের ছেলে নুরুল ইসলাম মিলটনকে আটক করে ডিবি পুলিশ। পরে আসামির স্বীকারোক্তিতে তাকে নিয়ে অভিযান চালিয়ে শিকড়ি এলাকার মো. জামসেদের ছেলে জাকির হোসেন, পাথরঘাটা এলাকার আশরাফ শেখের ছেলে শেখ মো. জাকিরকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় অভিযান পরিচলনা করেন এসআই আশরাফুর আলম ও মুক্তনায় চৌধুরী, এএসআই অমিত ও আরিফুল। আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version