বড়দল (শ্যামনগর) প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে আল্-আমীন যুব সংঘের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ আগস্ট) রাত ৮টায় আল্-আমীন যুব সংঘের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আল্-আমীন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম.শরিফ স্বাগত বক্তব্য রাখেন। সংঘের সাংগঠনিক সম্পাদক জি.এম রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক সেক্রেটারি কামাল হোসেন, জি.এম মনিরুল, মহিন গাজী, জি.এম কামাল, জি.এম খালেক, মো. হামিদ গাজী, রেজাউল গাজী, আ. আলিম, শাহিন সরদার, আকবার গাজী, কামরুল সানা, বাবুল সানা, খালেক গাজি, মো. আক্কাজ, পলাশ কুণ্ড, বাবু কৃষ্ণ বাছাড়, মাধব রাহা, বাবুসীল, তৈয়েব আলী, সাংবাদিক আলাউদ্দীন বিশ্বাস প্রমুখ।
5,915,980 total views, 542 views today