Site icon suprovatsatkhira.com

গাড়ীর লাইসেন্স ও চালকের বৈধ কাগজপত্র না থাকায় ১০জনকে জরিমানা

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরায় গাড়ীর লাইসেন্স ও চালকের বৈধ কাগজপত্র না থাকায় ট্রাক, মিনি ট্রাক ও মাহেন্দ্র চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বাঁকাল চেক পোস্টের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ও স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই জরিমানা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিআরটিএ’র সহকারি পরিচালক তানভীর আহমেদ। এসময় ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ও স্বজল মোল্লা বলেন, গাড়ীর লাইসেন্স, চালকের বৈধ কাগজপত্র ও ভালো ফিটনেস না থাকার অভিযোগে ১৯৮৩ সালে মোটরযান অধ্যাদেশের ১৩৮ ও ১৫২ ধারা অনুযায়ী মাহেন্দ্র চালক উদয় দত্ত ও মো. বিল্লালকে চার’শ টাকা এবং চালক মো. জাকির, আইয়ুব হোসেন, আহাদ আলী, মো. ইবাদুল ও আলামিনকে পাঁচশ টাকা, ট্রাক চালক মো. মিজানুর রহমান ও আবুল হোসেনকে দুই হাজার টাকা ও চালক মো. হাসানকে দুই হাজার চার’শ টাকা জরিমানা করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version